![]() |
Blue Aadhar Card |
নীল আধার কার্ড কী?
দেশের শিশুদের জন্য এই কার্ড দেওয়া হচ্ছে। তাই নীল আধার কার্ডকে ‘বাল আধার’ বা শিশু আধার কার্ডও বলা যেতে পারে। বর্তমানে এই আধার কার্ডটি বিশেষভাবে ভারতে 5 বছরের কম বয়সী শিশুদের দেওয়া হয়।
বিশেষ ভাবে বাচ্চাদের বোঝাতেই এই কার্ডটির রঙ রাখা হয়েছে নীল। প্রাপ্তবয়স্কদের জন্য জারি করা আধার কার্ডের থেকে শিশুদের জন্য তৈরি করা এই আধার কার্ডের রঙ আলাদা হয়।
উল্লেখ্য, 5 বছরের বেশি বয়সী ব্যক্তিদের দেওয়া আধার কার্ডে আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক্স থাকে। এই রকম আধার কার্ডের রঙ হয় সাদা। কিন্তু নীল রঙের আধার কার্ড 5 বছরের কম বয়সী শিশুদের জন্য জারি করা হয়। এই আধারের ক্ষেত্রে কোনো রকম বায়োমেট্রিক্সের প্রয়োজন হয় না।
অভিভাবককে তার সন্তানকে সঙ্গে নিয়ে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে।
সঙ্গে নিতে যেতে হবে অভিভাবকের আধার কার্ড, ঠিকানার প্রমাণ এবং সন্তানের বার্থ সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ নথি। এরপর আধার কেন্দ্র থেকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি পূরণ করে আপনাকে জমা দিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন, অভিভাবকের আধার নম্বরের বিশদ বিবরণ দিতে হবে, কারণ আধার নম্বরটি সন্তানের UID-এর সঙ্গে লিঙ্ক করা হবে।
এরপর অভিভাবকের ফোন নম্বর দিতে হবে যার আওতায় সন্তানের নীল আধার কার্ড জারি করা হবে। সবশেষে শুরু হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর অভিভাবকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি মেসেজ আসবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ১৫ থেকে ২০ দিনের মধ্যে শিশুকে নীল আধার কার্ড দেওয়া হবে।
এই আধার কার্ডের জন্য আবেদন করার সময় আপনাকে কোনও চার্জ দিতে হবে না।
0 Response to "What is Blue Aadhaar Card and What are its benefits?"
Post a Comment
If you have any doubts, please let me know