সকল আধার কার্ড গ্রাহকদের ১৪ ই জুন এর মধ্যে করতে হবে এই আপডেট নইলে কার্ড বাতিল।

সকল আধার কার্ড গ্রাহকদের ১৪ ই জুন এর মধ্যে করতে হবে এই আপডেট নইলে কার্ড বাতিল।

সকল আধার কার্ড গ্রাহকদের ১৪ ই জুন এর  মধ্যে করতে হবে এই আপডেট নইলে কার্ড বাতিল।

 

শুধু তাই নয়, এবার সকলকেই UIDAI Aadhaar Card আপডেট করতে হবে, তাই যারা আপডেট করে নিয়েছেন এবং যারা UIDAI Aadhaar Card আপডেট করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই সরকারের এই নিয়ম ও নির্দেশিকা জেনে নিন

১৪ ই জুন, ২০২৫ এর  মধ্যে এই কাজ না করতে পারলে সকলকে টাকা দিয়ে নিজেদের Aadhaar Card Update করতে হবে এবং এই কাজ যদি না করা হয় তাহলে অনেক বিশেষজ্ঞদের মত অনুসারে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের মতো মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে সকলকে। 

বর্তমানে ইউআইডিএআই-এর আধিকারিকরা রাজ্যের কালেক্টরদের কাছে অনুরোধ জানিয়েছেন, নাগরিকদের আধার ডেটা আপডেটে সহায়তা করার জন্য যেন বিশেষ অভিযান চালানো হয়। মসৃণগতিতে এই কাজ এগিয়ে নিয়ে যেতে ৪,৫০০ সেন্টার ‘আধার আপডেট কেন্দ্র’ হিসেবে কাজ করছে।

এছাড়াও UIDAI এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম না মানলে ১০ বছরের পুরনো সব আধার কার্ড বাতিল করে দেওয়া হবে। আর ১৪ ই জুন, ২০২৫ এর পর কোন প্রকারের আপডেট করার জন্য সকলকে টাকা খরচা করতে হবে। Aadhaar Card নিয়ে এই নির্দেশের কারণ হচ্ছে ১০ বছর আগেকার সকল কার্ডের গ্রাহকদের মুখের আকার, আঙুলের ছাপ, বাসস্থান এর ঠিকানার তথ্য আপলোড করতে হবে।

সম্প্রতি কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছেন যে, দশ বছরের পুরনো আধার কার্ড ও ১৪ বছর হয়ে যাওয়া সমস্ত বাচ্চাদের আধার ডেটা আপডেট করতে হবে। যাদের বায়োমেট্রিক ডেটা নেই, তাদের ও বায়োমেট্রিক আপডেট করতে হবে।

কারা আধার আপডেট করবেন?

* যাদের ১০ বছরের পুরনো UIDAI Aadhaar Card.

* যাদের বায়োমেট্রিক আপডেট প্রয়োজন।

* যাদের জন্মতারিখ লেখা নেই।

* যাদের পিতা/মাতার নাম লেখা নেই।

* যাদের ঠিকানা অসম্পুর্ন।

* যারা বাল-আধার করেছিলেন, এখন তাদের ১৪ বছর হয়েছে।

* যাদের নাম, জন্মতারিখ, ফোন নম্বর ভুল আছে।


যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় 

Mondal Online Services CSP (AXIS BANK)
চাপড়া শান্তি পাড়া, বাঙালঝি, নদীয়া
Mob : +91 86705 73931

0 Response to "সকল আধার কার্ড গ্রাহকদের ১৪ ই জুন এর মধ্যে করতে হবে এই আপডেট নইলে কার্ড বাতিল।"

Post a Comment

If you have any doubts, please let me know

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel