Pan Aadhar Link Last Date 30 June 2023

Pan Aadhar Link Last Date 30 June 2023

Pan Aadhar Link Last Date 30 June 2023

 



মনে রাখবেন যে, এখন আঁধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য একটি জরিমানা প্রযোজ্য। যদি কোনও ব্যক্তি এখন তার আঁধারের সাথে তার PAN লিঙ্ক করে, তাহলে তাকে 1,000 টাকা লেট ফি দিতে হবে কারণ জরিমানা ছাড়া লিঙ্ক করার তারিখ শেষ হয়ে গেছে৷ প্যান কার্ড এর সাথে আঁধার লিংক শেষ তারিখ ৩০ জুন, ২০২৩।


PAN -Aadhar এর লিঙ্ক না করালে এই ১৯ টি কাজ করতে পারবেন না।

১। ব্যাংকে নতুন একাউন্ট খুলতে পারবেন না।

২। কোনো ধরণের বিনিয়োগ করতে পারবেন না। (মিউচুয়াল ফান্ড )

৩। আপনার যে কোনো ধরণের FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট অকেজো হয়ে যাবে।

৪। ব্যাঙ্ক একাউন্টে যে কোনো অপারেশন (আপ টু ডেট, ব্যালান্স জানা ) সমস্যা দেখা দিতে পারে।

৫। অনলাইন aap এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন না।

৬। KYC তে সমস্যা দেখা দিতে পারে।

৭। সম্পত্তি কেনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।

৮। শেয়ার মার্কেট এ ব্যবসা করলে সেখানে একাধিক বিপত্তি দেখা দিতে পারে।

৯। ইন্সুরেন্সর কাজেও সমস্যা হবে।

১০। নতুন চাকরিতে যোগ দিতে সমস্যা হবে, যাঁরা চাকরি করছেন তাঁদের ও সমস্যা হবে।

১১। কোম্পানির বদলালে সমস্যার সম্মুখীন হতে পারেন।

১২। যাঁরা কন্টাক্ট নিয়ে কাজ করেন, প্যান -আঁধার লিঙ্ক না করলে তাঁদের সমস্যা আগের থেকে বাড়বে।

১৩। সমস্যা হবে যে কোনো ধরণের Trust  ও N.G.O র।

১৪। নতুন গাড়ি কিনতে গেলে সমস্যায় পড়বেন।এমনকি পুরোনো গাড়িটি বিক্রি করতে গেলেও সমস্যায় পড়বেন। কারণ আপনার প্যান আঁধারের লিঙ্ক না করা থাকলে কেউ আপনার গাড়ি কিনতে পারবেন না।

১৫। প্যান আঁধারের লিঙ্ক নেই এমন লোকজনের ক্রিডিট কার্ড ইসু করা হবে না।

১৬। লোন পেতে সমস্যা হবে। 

১৭। ডিমাট একাউন্ট খুলতে পারবেন না।

১৮। যে কোনো জায়গায় ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট দিতে ও নিতে সমস্যা হবে।

১৯। চেক ও ড্রাফ্ট সংক্রান্ত কাজে আপনাকে সমস্যার সস্মুখীন হতে পারেন। 

যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় 

Mondal Online Services CSP (AXIS BANK)
চাপড়া শান্তি পাড়া, বাঙালঝি, নদীয়া
Mob : +91 86705 73931

0 Response to "Pan Aadhar Link Last Date 30 June 2023"

Post a Comment

If you have any doubts, please let me know

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel