ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিএস) ডেটা ব্যবহার করেই আসতে চলেছে একটি নতুন মাল্টিপারপাস কার্ড। আর তাতে মিলে যাবে আধার, প্যান এবং ভোটার পরিচয়পত্র। ২০১৯ সালের উদ্যোগ এখন বাস্তবেই মোদি সরকারের পরিকল্পনার শেষ পর্বে। কারণ, নাগরিকদের জন্য একটিই মাত্র কার্ড চায় কেন্দ্র। সেই কার্ডে ডিজিটাল বার্থ সার্টিফিকেটকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এমনকী কারও মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটের তথ্য যাতে ওই কার্ডের নেটওয়ার্কে আপলোড হয়ে যায়, থাকবে সেই ব্যবস্থাও। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মৃত ব্যক্তির মাল্টিপারপাস সিটিজেনস কার্ড দ্রুত নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ ওই কার্ডের মালিক যে মৃত, সেটি তৎক্ষণাৎ সরকারের পপুলেশন রেজিস্টারে নথিভুক্ত হয়ে যাবে।
রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া (আরজিআই) এবং সফ্টওয়্যার এজেন্সিগুলির সঙ্গে কথাও বলছে কেন্দ্র। সরকারের যুক্তি হল, একাধিক কার্ড রাখার বদলে একটি নাগরিকত্ব তথা তথ্য পরিচয়পত্র থাকাটা নাগরিকদের জন্যও সহজ ও সুবিধাজনক। পাশাপাশি জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য এই মাল্টিপারপাস কার্ডে আপডেট করার ফলে প্রতিনিয়ত জানা যাবে দেশের প্রকৃত নাগরিকদের সংখ্যা ও তথ্য। ডেথ সার্টিফিকেট সংক্রান্ত তথ্য আপডেট হয়ে গেলে মৃতের নামে ভোটদান কিংবা মৃত ভোটারদের কার্ড ব্যবহার করার প্রবণতাও আর থাকবে না। অর্থাৎ জাল ভোট অথবা ভোটের জালিয়াতি বন্ধ করা যাবে। পাশাপাশি এই কার্ডের মাধ্যমেই সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকার ভর্তুকি গরিব ও কৃষকদের দেওয়া হবে। ফলে স্বচ্ছতা বাড়বে।
0 Response to "এক দেশ এক কার্ড মিশে যাবে আঁধার, ভোটার, প্যান প্রস্তূতি শুরু "
Post a Comment
If you have any doubts, please let me know